উত্তর দিনাজপুরের জেলা শাসককে মমতা ব্যানার্জি বেশকিছু নির্দেশিকা দিলেন। পাশাপাশি পুলিশ সুপাররের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে। তিনি পুলিশ-প্রশাসনের তৎপরতা নিয়ে কিছুটা হলেও উদ্বেগ প্রকাশ করেন.।
মুখ্যমন্ত্রী হঠাৎ করেই ইসলামাবাদে ২০০ মানুষ ঢুকে যাওয়ার ইস্যুতে মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে একপ্রকার ধমক দিলেন। পুলিশ সুপার জানান নাকা চেকিং চলাকালীন গোপন পথে ওই ২০০ জন মানুষ এলাকায় ঢুকে গেছে। তখনই চোটে যান মুখ্যমন্ত্রী। এরপরই ক্ষোভ করেন। পাশাপাশি এলাকায় নিরাপত্তা বজায় রাখার কথা বলেন। তিনি অনাহারে যাতে মানুষ খেতে না পেয়ে না দিন কাটায় সেই দিকে বিশেষ নজর রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে