এক করোনাতে তটস্থ সারা বিশ্ব। কিভাবে করোনার মোকাবিলা করবে তা নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই পৃথিবীর প্রায় সমস্ত দেশের। এই মুহূর্তে ভারতেও আক্রান্তের সংখ্যা লক্ষ্য ছুঁয়েছে। পশ্চিমবঙ্গেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে সংখ্যা ক্রমশ বাড়ছে। সারা দেশ যখন এই নতুন যুদ্ধে অবতীর্ণ তখনই মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে আমফান। যে শক্তিশালী ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এত শক্তিশালী ঘূর্ণাবর্ত শেষ কুড়ি বছরে দেশের মানুষ দেখেনি বলে আবহাওয়াবিদরা মনে করছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে।
উল্টোদিকে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশও তীব্র আতঙ্ক তৈরি হয়েছে, এই ঝড় কে কেন্দ্র করে।বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান শাহ কমল জানিয়েছেন, উপকূলবর্তী ১৯ জেলার জেলাশাসকদের বলা হয়েছে, দ্রুত ব্যবস্থা নিতে। সেই কারণে যাঁদের ঝড়ে ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে, তাঁদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে ১৮ থেকে ২০ লক্ষ মানুষকে ১৩ হাজারের বেশি ঘূর্ণিঝড় কেন্দ্রে সরিয়ে নিয়ে গিয়েছে সরকার। আমফান যত এগিয়ে আসছে ততই এই সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।