দেশ

উস্কানিমূলক বক্তব্যের জন্য ঘরে-বাইরে সমালোচনায় কোণঠাসা হলেও নিজের অবস্থানে অনড় বিজেপি নেতা কপিল মিশ্র

দিল্লির সংঘর্ষের ঘটনায় উস্কানি মূলক মন্তব্যের জন্য ঘরে-বাইরে সমালোচনায় কোণঠাসা বিজেপি নেতা কপিল মিশ্র। বিরোধীরা তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। এমনকী বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীরও কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। কিন্তু তাতেও বিন্দুমাত্র দমে যাননি কপিল। তিনি যে নিজের অবস্থানে অনড়, তা বুধবার হিন্দিতে লেখা একটি টুইটে স্পষ্ট করে দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, যারা বুরহান ওয়ানি বা আফজল গুরুকে দোষী মনে করে না, তারা আমার দিকে আঙুল তুলছে। আমাকে জঙ্গি বলছে। এরাই ইয়াকুব মেননের জন্য আদালতে গিয়েছিল। ওমর খালিদ ও শরজিল ইমরানের মুক্তির দাবি করেন। এই মানুষগুলো আমাকে গ্রেফতারের দাবি করছে। জয় শ্রীরাম।

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত চারদিন ধরে জ্বলছে দিল্লির একাধিক এলাকা। এই পরিস্থিতির জন্য শুরু থেকেই অভিযোগের আঙুল উঠেছে বিজেপি নেতা কপিল মিশ্রর দিকে। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনদিনের মধ্যে সিএএ বিরোধী বিক্ষোভ না তুললে তারা কারো কথা শুনবেন না বলে রবিবার পুলিশের সামনেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারপরই জাফরাবাদ সহ একাধিক এলাকায় আগুন জ্বলে ওঠে। এই ঘটনায় কপিলের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এব্যাপারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার বক্তব্য কপিল মিশ্র যা করেছেন তা লজ্জাজনক। কিন্তু এই নিয়ে সরকারের নীরবতা আরও বেশি লজ্জার। পাশাপাশি দিল্লিবাসীর উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি।

Loading

Leave a Reply