দেশ

ঋতুচক্র চললে হস্টেলে প্রবেশ নিষিদ্ধ, ৬৮ জন ছাত্রীর অন্তর্বাস খুলিয়ে পরীক্ষা

ঋতুচক্র চলছে কি না তা জানার জন্য গুজরাতের একটি কলেজে ৬৮ জন ছাত্রীর অন্তর্বাস খুলিয়ে পরীক্ষা করার অভিযোগ উঠল। যা নিয়ে গোটা দেশজুড়ে শোরগোল পড়েছে। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় মহিলা কমিশন তারা কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রীদের সঙ্গে কথা বলে সরেজমিনে এই ঘটনাটি খতিয়ে দেখবে। ওই কলেজের নিয়ম হল ঋতুচক্র চলাকালীন কোনও পড়ুয়া হস্টেলে প্রবেশ করতে পারবে না। গুজরাতের ভুজে অবস্থিত শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউট নামে ওই কলেজটি পরিচালনা করেন স্বামী নারায়ণ মন্দিরের অনুগামীরা।

প্রত্যন্ত এলাকা থেকে পড়তে আসা ওই ছাত্রীরা কলেজের হোস্টেলে থাকেন। অভিযোগ, গত সপ্তাহেও ৬৮ জন ছাত্রীকে বাথরুমে নিয়ে গিয়ে কলেজ কর্তৃপক্ষ অন্তর্বাস খুলে তাঁদের ঋতুচক্র চলছে কিনা দেখে। সূত্রের খবর, কলেজ চত্বরে একটি ব্যবহার করা স্যানিটারি প্যাড পাওয়া যেতেই পরীক্ষা চালায় হোষ্টেল কর্তৃপক্ষ। প্রতিবাদে কলেজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চেয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। হস্টেলের নিয়ম অনুযায়ী, ঋতুচক্র চলাকালীন ছাত্রীরা রান্নাঘর এবং মন্দিরের কাছাকাছি যেতে পারেন না। একটি ঘরে তাদের আলাদা করে রাখা হয়। ভর্তির সময় ছাত্রীদের এই নিয়মাবলী জানিয়ে দেওয়া হয় বলেও জানিয়েছেন কলেজের ট্রাস্টি। যদিও এই নজিরবিহীন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। এই ঘটনার সমালোচনায় সরব হয়েছেন সব পক্ষই। এমনকী কলেজের ডিন এই ঘটনার কথা স্বীকার করেন। যদিও সমস্তটাই ছাত্রীদের অনুমতি নিয়ে হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Loading

Leave a Reply