হু হু করে বাড়ছে দেশে করোনা সংক্রমনের সংখ্যা। আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে প্রায় ৪০ হাজার। মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। বিশেষজ্ঞরা অনুমান করছেন মে মাসের মাঝামাঝি ভারতের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। এইরকম পরিস্থিতিতে দেশের প্রধান চারটি মেট্রো শহরেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লির কাপাশেরা অঞ্চলের একটি আবাসনের বাসিন্দাদের মধ্যে একসঙ্গে ৪৪ জন আক্রান্ত হলেন রোগে (COVID-19)।এই বিষয়ে দিল্লির সরকারের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে, ওই আবাসনের বাসিন্দাদের শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখে সন্দেহ হওয়ার পরেই তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্যে পাঠানো হয়। সম্প্রতি ওই বাসিন্দাদের মধ্য়ে কেউ কেউ নিজেদের অজান্তেই একজন কোভিড- ১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন। মনে করা হচ্ছে, তাঁর থেকেই ওই মারণ রোগ ছড়িয়ে পড়ে আবাসনের অন্য বাসিন্দাদের মধ্যে। অনুমান করা হচ্ছে ওই এলাকার আরও বহু মানুষের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। ইতিমধ্যে সম্পূর্ণ এলাকাটিকে শীল করেছে প্রশাসন। এলাকার বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।