প্রায় এক বছর ধরে প্রেম। প্রেমিক বিয়ে করতে অস্বিকার করায় দুজনের সম্পর্কে ইতি। প্রেমিকার অন্যত্র বিয়ে দেওয়ার তোরজোড় বাড়িতে। সেই খবরেই মাথায় রক্ত ওঠে প্রেমিকের। গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চন্দনগর থানা এলাকার বারাসাত সুরপাড়ায়। অবশেষে প্রেমিকের বিরুদ্ধে থানার দ্বারস্থ প্রেমিকা।
পুলিশ সুত্রে জানা যায়, চন্দননগরের বারাসাত সুরপাড়ার বছর ২৫-এর ওই তরুণী ভালবেসেছিলেন বারাসাত দশভুজাতলার অলোক হরেকে। কিন্তু প্রেমিকার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতেই বেঁকে বসে অলোক বলে অভিযোগ। এরপর দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তরুণীর অন্যত্র বিয়ের জন্য তাঁর পরিবার তোড়জোড় শুরু করে। অভিযোগ অলোক এই খবর শোনার পরই চলতি মাসের এক তারিখ রাত দেড়টা নাগাদ হাজির হয় তরুণীর বাড়িতে। সেদিন তরুণী বাড়িতে একাই ছিল। অভিযোগ, সেদিনই ওই তরুনিকে ধর্ষণ করে অলোক।
এবিষয়ে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তরুণী। ঘটনার পর থেকেই পলাতক অলোক। বুধবার তরুনী চন্দননগর আদালতে হাজির হয়ে গোপন জবানবন্দি দেয়। ঘটনার জেরে শোরগোল পড়ে গেছে এলাকায়।