জেলা

এক দিনে ১৪জন করোনা আক্রান্তের খোঁজ মুর্শিদাবাদে

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :- সালার, সুতি, জঙ্গিপুর, খড়গ্রাম, ডোমকল,বহরমপুর, মুর্শিদাবাদ থানার ডাহাপাড়ার পর এবার করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেলো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার খাজুরিয়া থেকে চার জন, ও নতুন গ্রাম থেকে চার জন করোনা আক্রান্ত হয়েছেন। ভিন রাজ্য থেকে এরা প্রত্যকেই এসেছিল।মুম্বাই থেকে এসেছিলেন । কোয়ারেন্টাইন সেন্টার এদের প্রত্যকেই রাখা হয়েছিল। এছাড়া ও ডোমকলে দুই জন,ভগবানগোলা দুই নম্বর ব্লকে একজন,পুনরায় সালারে একজন,সাগরদীঘিতে এক জন ও শক্তিপুরে একজন।

এতদিন ভগবানগোলা দুই নম্বর ব্লক,সাগরদীঘি, নবগ্রাম ওশক্তিপুর করোনা মুক্ত ছিল। কিন্তু আক্রান্ত হওয়ার খবর আসতেই আধিকারিকদের চিন্তাও বেড়েছে। মুর্শিদাবাদ
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে করোনার সংক্রমণ এলাকায় যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবটাই নেওয়া হয়েছে ।এ নিয়ে মুর্শিদাবাদে মোট ২৯ জন করোনা পজেটিভ হয়েছে।

করোনা আক্রান্তদের বহরমপুর মাতৃসদন কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সেখানে তাদের চিকিৎসা চলছে। জেলা প্রশাসন ও এলাকার বাসিন্দারা ওই এলাকা বাঁশ দিয়ে বেঁধে ঘিরে ফেলা হয়েছে । এলাকায় পুলিশি টহল চলছে।

Loading

Leave a Reply