বিনোদন

এক যুবককে নিয়ে গাড়িতে ঘোরাঘুরি, গ্রেপ্তার পুনম পান্ডে

লকডাউন অমান্য করে জয়রাইডে বেরানোয় রবিবার গ্রেপ্তার করা হয় অভিনেত্রী পুনম পান্ডেকে। পাশাপাশি তার সাথে থাকা আরও এক যুবককে গ্রেপ্তারও করা হয়। জানা গিয়েছে, লকডাউন অমান্য করে নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে রবিবার বেরিয়েছিলেন পুনম। সঙ্গে ছিলেন আরও একজন যুবক। মেরিন ড্রাইভে বিনা কারণে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে তাঁদের। এরপরই পুলিশ তাঁর গাড়ি আটকায়। কেন লকডাউনের মাঝে অকারণে গাড়ি নিয়ে বেরিয়েছেন তিনি, সেই প্রশ্ন করে পুলিশ। তবে যথোপযুক্ত কোনও কারণ দেখাতে পারেননি তিনি। তাই পুলিশ পুনম পাণ্ডে এবং তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ওই দুজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ এবং ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে জারি লকডাউন। তার প্রভাব পড়েছে বিনোদুনিয়াতেও। বর্তমানে বন্ধ রয়েছে শুটিং। তার ফলে ব্যস্ত শিডিউল ছেড়ে অনেক সময় হাতে পেয়েছেন তারকারা। সেই সুযোগেই জয়রাইডে বেরিয়েছিলেন অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডে।

Loading

Leave a Reply