আজ থেকে তিন মাস আগে একমাত্র দেশ যেখানে করোনার অস্তিত্ব দেখা গিয়েছিল তার নাম চীন। সেই সময় বিশ্বের অন্যান্য দেশ সেই ভাবে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তার প্রধান কারণ একেবারে প্রথম দিকে চীন বিশ্বের মানুষের কাছে বিষয়টি লুকিয়ে রেখেছিল। তারা হয়তো ভেবেছিল পরিস্থিতি সামলে নেবে। চীনের পর থাইল্যান্ডের প্রথম ধরা পড়ে করোনাভাইরাস এর অস্তিত্ব। এরপর একের পর এক দেশে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ দেশই আক্রান্ত। অনেকের মনে প্রশ্ন জাগছে বিশ্বের সমস্ত৷ দেশেই ছড়িয়ে পড়েছে নাকি এখনো কোন কোন দেশে ছড়িয়ে পড়তে বাকি আছে?জাতিসংঘের সদস্য এমন দেশের সংখ্যা ১৯৩টি।এর মধ্যে গত ২রা এপ্রিল পর্যন্ত ১৮টি দেশ কোন করোনাভাইরাস সংক্রমণের খবর জানায়নি।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য ব্যবহার করে এটি জানা যাচ্ছে। যে ১৮টি দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেনি কোমোরোস; কিরিবাটি; লেসোথো; মার্শাল আইল্যান্ডস; মাইক্রোনেশিয়া; নাউরু; উত্তর কোরিয়া; পালাউ; সামোয়া; সাও টোমো এন্ড প্রিন্সিপে; সলোমন আইল্যান্ডস; সাউথ সুদান; তাজিকিস্তান; টোঙ্গা; তুর্কমেনিস্তান; টুভালু, ভানুয়াতু, ইয়েমেন।