নিজেদের দল সম্পূর্ণ গুছিয়ে নেওয়ার পথে এটিকে মোহনবাগান। এখনো পর্যন্ত অষ্টম বিদেশি ফুটবলারের কোটা ফাঁকা ছিল গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের। এবার সেই জায়গায় অস্ট্রেলিয়ান মিডফিল্ডার ব্র্যাড ইনমানকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস এর মতোই অস্ট্রেলিয়া এ লিগে খেলেছেন এই মিডফিল্ডার। অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোয়ার থেকে তিনি কলকাতার দলে যোগ দিচ্ছেন বলে সূত্রের খবর। দুই ক্লাবের পক্ষ থেকে টুইটারে একথা স্বীকার করা হয়েছে।
স্কটল্যান্ড এর অনূর্ধ্ব ১৯ ও ২১ দলের হয়ে খেলেছেন ব্র্যাড। ২০০৯-২০১৩ পর্যন্ত ইপিএলের এর নামী ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে থাকলেও একটি ম্যাচেও সুযোগ পাননি। তারপর অস্ট্রেলিয়া চলে যান তিনি। ব্রিসবেন রোয়ারের হয়ে পঁচিশটি ম্যাচে তার গোল সংখ্যা ৪। এছাড়া ভারতীয় স্টপার সন্দেশ ঝিঙ্গানের এটিকে মোহনবাগানে আসা প্রায় নিশ্চিত বলেই শোনা যাচ্ছে। তবে সন্দেশ চোট সারিয়ে আগের ফর মেন মাঠে ফিরলে এটিকে মোহনবাগানের শক্তি আরও ক্ষুরধার হবে বলেই ফুটবল বিশেষজ্ঞদের মত।