কলকাতার বিখ্যাত সরকারি হাসপাতালে বেশ কিছু ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হলো। এন আর এস হসপিটালে ৬৪ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে পাঠানো হল কোয়ারেন্টাইনে। জানা গেছে গত পরশুদিন মারা যাওয়া ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ পাওয়ার কারণে, ওই রোগীর বেডের পাশাপাশি ভর্তি থাকা অন্যান্য রোগী এবং ওই রুমে চিকিৎসা করা ৩৯ জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে মোট ৬৪ জন কে রাখা হয়েছে। ইতিমধ্যেই প্রথম দফায় ১৯ জনের রিপোর্ট করতে দেওয়ার জন্য নমুনা সংগ্রহ করে।
পরবর্তীকালে ৬৪ জনের কোয়ারেন্টাইনে রাখা বাকিদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করা হবে। এনআরএস হাসপাতালে ভেন্টিলেটর যুক্ত সি সি ইউ রুম এবং ১৪০ টি বেড সম্পন্ন পুরুষ মেডিসিন বিভাগকে ৪৮ ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হল। ৪৮ ঘণ্টা পর সম্পূর্ণ জীবাণুমুক্ত করে তবেই ওই ওয়ার্ড গুলিকে পুনরায় খোলা হবে। এছাড়াও জরুরী ভিত্তিতে হাইড্রক্সি ক্লোরোকুইন আনা হচ্ছে। কোয়ারেন্টাইনে যে সমস্ত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী ভর্তি আছে তাদের প্রত্যেককে হাইড্রক্সি ক্লোরোকুইন প্রয়োগ করা হবে বলে জানা গেছে।