।হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। ৩০০০ছুঁয়েছে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা। গতকাল আক্রান্ত সর্বাধিক। প্রায় ৫০০ ছুঁইছুঁই। ২১ দিনে লকডাউনে সব থেকে বেশি যেটা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা তাহলো পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের ক্ষেত্রে যে পরিমাণ পরীক্ষা হচ্ছে তা ভারতের জনঘনত্ব অনুযায়ী যথেষ্ট নয়।
এমতাবস্থায় আরও আশঙ্কার কথা শোনালেন নারায়না হেলথের প্রতিষ্ঠাতা দেবী প্রসাদ শেট্টি। এপ্রিলের শেষে বা মে-র শুরুতে ভারতে করোনা সংকটে ভয়াবহ রীপ ধারণ করতে পারে বলে তাঁর মত।এই ক্ষেত্রে ভারত আমেরিকার থেকে প্রায় একমাস পিছিয়ে আছে বলেও পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান। সব মিলিয়ে যত দিন যাচ্ছে ততই ভারতের গলায় করোনা ক্রমশ ফাঁস হয়ে চেপে বসছে।