এবার অভিনব কায়দায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ১০ লক্ষ টাকা। থ্রিজি থেকে ফোরজি সিম কনভার্ট করতে গিয়ে 10 লক্ষ টাকা প্রতারণার শিকার এক ব্যবসায়ী। ব্যান্ডেল বালির মোড় তেওয়ারি পাড়ার বাসিন্দা সঞ্জয় ঘোষের কাছে তার থ্রিজি সিমটি 4g তে কনভার্ট করার জন্য ফোন আসে। সঞ্জয়কে বলা হয় তার ফোনে একটি ম্যাসেজ যাবে সেই মেসেজটি সে যেন সেই নাম্বারেই ফরওয়ার্ড করে। যথারীতি মেসেজ আসতেই সঞ্জয় তা ফরওয়ার্ড করে দেয়। 4g কনভার্ট হওয়ার জন্য দুদিন সিমটি বন্ধ থাকবে বলেও জানানো হয়। সেই মতো দুদিন সিমটি বন্ধ থাকার পর চালু না হওয়ায় স্থানীয় এক সিমের দোকান থেকে একই নাম্বারের একটি সিম কেনে সঞ্জয়। এতক্ষণ সব ঠিকঠাকই চলছিল। কিন্তু দুমাস পর আইসিআইসিআই ব্যাংকের চুঁচুড়া শাখায় সঞ্জয় যেতেই তার চক্ষু চড়কগাছ। সেখানে দেখা যায় সিমটি যে দু’দিন বন্ধ ছিল সেই দুই দিনে মোট ২৮ টি ট্রানজাকশনের মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে মোট ১০লক্ষ টাকা। এরপর এই ব্যাংকের ম্যানেজারকে জানালে ব্যাংকের ম্যানেজার জানান, এ বিষয়ে আপনি থানার দ্বারস্থ হন। এ বিষয়ে এদিন সঞ্জয় চুঁচুড়া থানার দ্বারস্থ হয়।
এ প্রসঙ্গে সঞ্জয়ের বক্তব্য, আমরা এত টাকা ব্যাংক থেকে উঠে গেল কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ একবারও আমাদের জানাবার চেষ্টা করল না। আমার নাম্বার কোন মেসেজও এল না। তাঁর আরও অভিযোগ এই ১০ লাখ টাকা তোলার মোট ২৮টি ট্রানজাকশনের মধ্যে প্রথম ট্রানজ্যাকশনটা ব্যাংকের নিজস্ব সফটওয়্যার দিয়ে করা হয়। তাহলে ব্যাংক কেন এ বিষয়ে কিছু জানে না?