এবার আইপিএল টুর্নামেন্ট ৪৫ দিনের বদলে হচ্ছে ৫৭ দিনের। দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ম্যাচের সময় এগিয়ে আনার চিন্তাভাবনা করছে বিসিসিআই। সাধারণত আইপিএলের ম্যাচ ৮ টা থেকে শুরু হয়। এবার সেটা ৭টা থেকে করতে চাইছে বোর্ড। যদিও এক্ষেত্রে আপত্তি জানিয়েছে ফ্র্যাঞ্চাইচিগুলি। তাদের যুক্তি, খেলা যদি ৭ টায় শুরু হয় তাহলে অফিস থেকে বাড়ি ফিরে পরিবারকে নিয়ে মাঠে যেতে সমস্যায় পড়বেন ক্রিকেটপ্রেমীরা। তাই ম্যাচ শুরু হোক সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচের সময় এগিয়ে আসা নিয়ে সম্প্রচারকারী সংস্থার তেমন কোনও আপত্তি নেই বলে খবর।
তাই ম্যাচের সময় এগিয়ে এলে শনি ও রবিবার দুটি করে ম্যাচ করা আর সম্ভব হবে না। তবে তার বদলে প্রত্যেকদিন একটি করে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে সম্প্রচারকারী সংস্থা। ফ্র্যাঞ্চাইচগুলির বক্তব্য, বিকেলে ম্যাচ হলে দর্শকদের মাঠে আনতে সমস্যা হয়। তারচেয়ে প্রত্যেকদিন একটা করে ম্যাচ করা হোক। তা করতে গেলে গোটা টুর্নামেন্টের মেয়াদ ৪৫ থেকে ৫৭ দিন হবে। ম্যাচের সময় এগিয়ে আনার ব্যাপারে রাজি হয়েছে সকলেই। সেটা সাতটা না সাড়ে সাতটা হবে তা অবশ্য সম্প্রচারকারী সংস্থাগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে বোর্ড। এখনো পর্যন্ত জানা গিয়েছে, ২০২০সালের আইপিএল শুরু হবে ২৯ মার্চ ফাইনাল হবে ২৪ মে।