খেলা

এবার আর আইপিএল খেলা হল না ভারতের এই দুই তারকার!

সুরেশ রায়না, তারপর হরভজন সিং। জোড়া ধাক্কা দিয়ে এবারের আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন ভারতের প্রাক্তন দুই তারকা ক্রিকেটার। এবার অবশ্য চোটের কারণে আইপিএলের জোড়া ধাক্কা লাগল। একই দিনে চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন দিল্লির স্পিনার অমিত মিশ্র ও সানরাইজার্স হায়দরাবাদের পেশার ভুবনেশ্বর কুমার। দিল্লি ক্যাপিটালস এর অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্রের আঙুল ভেঙে গিয়েছে।

কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ম্যাচ খেলার সময় অমিত মিশ্রের আঙুলে চোট লাগে। নীতিশ রানার রিটার্ন লো ক্যাচ ধরতে গিয়ে তাঁর এই বিপত্তি ঘটেছে বলে জানা গেছে। মেডিকেল টেস্টের রিপোর্ট করার পর দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। সেই জন্য এবার আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা ভুবনেশ্বর কুমার উরুর পেশিতে চোট পেয়েছেন। চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে খেলার সময় তার উরুর পেশিতে টান ধরে। এর জেরে অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত হয়ে পড়লেন ভারতের এই তারকা পেসার।

Loading

Leave a Reply