মাঝে দুটি সিনেমায় বিশেষ ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। কিন্তু সেই অর্থে সিনেমা ধরতে গেলে আট বছর আগে ডেঞ্জারাস ইশক। বেশকিছু টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে মাঝেমধ্যেই অবশ্য দেখা যায় তাকে। কিন্তু সিনেমা থেকে প্রায় নির্বাসনে চলে গিয়েছেন এককালের বলিউডের হার্টথ্রব কারিশমা কাপুর। এবার অবশ্য নির্বাসন থেকে ওয়েব সিরিজে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন কারিশমা। সিনেমা কি তাহলে টিভি সিরিয়াল ও ওয়েব সিরিজের কাছে সত্যি সত্যি হেরে যাচ্ছে। ওয়েব সিরিজের দুর্দান্ত বাজারে এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে। কারণ কারিশমার ভগ্নিপতি সাইফ আলি খান আগেই এই জগতে পা রেখেছেন। এবার করিশমা চলে এসেছেন। এই জনপ্রিয় মাধ্যমে তার অভিনীত ওয়েব সিরিজের নাম মেন্টালহুড।
দুই সন্তানের জননী তিনি। তার সিরিজের গল্পেও রয়েছে সন্তানরা। টিজার ট্রেলার মুক্তি পেয়েছে আগে। এদিকে ডিনোমরিয়াও ডিজিটাল প্লাটফর্মে আসতে চলেছেন। ডিজিটাল মাধ্যমে পরিচিত মুখ মানভি গাগরু। আয়ুষ্মান খুরানা অভিনীত সদ্যমুক্তিপ্রাপ্ত ছবিতে রয়েছেন তিনি। এরপর একের পর এক ওয়েব সিরিজে কাজ করে চলেছেন। সিনেমা ও ডিজিটাল প্লাটফর্মের মধ্যে বাছতে বললে কাকে এগিয়ে রাখবেন প্রশ্ন-উত্তর এল সিনেমা হচ্ছে মোর লার্জার দ্যান লাইফ। বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা। আজও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য হলেও সিনেমা দেখাকেই প্রাধান্য দিচ্ছেন করিশমাও।