এবার চুঁচুড়া থানা এলাকায় করোনা পজিটিভ ধরা পড়ল। চুঁচুড়া থানার অন্তর্গত, শহর সংলগ্ন কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত চুঁচুড়া স্টেশনের পাশের মুক্তা আবাসনে এক করোনা পসিটিভের সন্ধান মিলল। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। আজ পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা উক্ত ব্যক্তির পরিবারের ৬জনকে কোরেন্টিন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য হাজির হন। পরিবারের লোক কোরেন্টিন সেন্টারে যেতে অস্বীকার করেন। অবশেষে বহু বোঝানোর পর পরিবারের ৬ জনকে নিয়ে যাওয়া হয়েছে কোরেন্টিন সেন্টারে। যেখানে তাদের পরবর্তী স্বাস্থ্যপরীক্ষা করা হবে।