রাজ্য

এবার কি স্টেপ ২ দিকে এগোচ্ছে কলকাতা? বেলেঘাটায় সাফাইকর্মী ভর্তি হলেন আইসোলেশন।

এবার করোনা সংক্রমণের দ্বিতীয় স্টেপ দেখা দিতে চলেছে কলকাতায়। বেলেঘাটা হাসপাতলে অর্থাৎ যে ওয়ার্ডে আক্রান্ত বিদেশ ফেরত দুই যুবক এবং এক মহিলা ভর্তি আছেন সেখানেই এক সাফাই কর্মীর করোনার সংক্রমনের আশঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে ওই যুবক পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন বেলেঘাটার অাই বি ৬ ওয়ার্ড। যেখানেই চিকিৎসা চলছে করোনা অাক্রান্তদের। গতকাল তার সর্দি এবং জ্বর জ্বর ভাব হয়। চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ড অাই বি৬-১ অাইসোলেশনে রাখা হয়। লালারস সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে।

বাকি সাফাই কর্মী এবং নার্স চিকিৎসকদের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানান সমস্ত রকম প্রটেকশন নিয়েই চিকিৎসা ব্যবস্থা চলছে। তবে কারোর কোন রকম কিছু শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এখন পর্যন্ত সকলেই সুস্থ আছে। কেবল মাত্র এক সাফাই কর্মীর অল্প কিছু লক্ষন দেখা দিয়েছে।

Loading

Leave a Reply