রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা পরিস্থিতি সামলানোর পাশাপাশি টালিগঞ্জের টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে অভিনব পন্থা গ্রহণ করলেন। গতকালই আত্মপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর ভাবনার শর্ট ফিল্ম “ঝড় থেমে যাবে একদিন”। এই ফিল্ম থেকে উপার্জিত পয়সা ব্যয় করা হবে টেকনিশিয়ানদের জন্য। টেকনিশিয়ানরা টালিগঞ্জে কাজ করেন দৈনিক চুক্তিতে। দীর্ঘদিন ধরে তাদের কাজ বন্ধ। এই সময় তাদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীর এই ভাবনা। শুনলে চমকে উঠবেন প্রথম দিনেই ২৪ঘন্টায় এই ছবিটি আয় করেছে ২৫ লক্ষ টাকা। ছবির সাথে জড়িত ব্যক্তিরা আশা করছেন আগামী কয়েকদিনে আরো অনেকটাই বাড়বে আয়। সমস্ত টাকা তুলে দেওয়া হবে টেকনিশিয়ানদের হাতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় শর্টফিল্ম ‘ঝড় থেমে যাবে একদিন’-এর স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ও অরিন্দম শীল। এই স্বল্প সময়ের ছবির পরিচালনাও করছেন অরিন্দম শীল।গানের কথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাঁর লেখা ‘ঝড় থেমে যাবে একদিন’ গানটি ব্যবহার করা হয় শর্ট ফিল্ম। সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন। মিউজিকে ছিলেন বিক্রম ঘোষ। সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক।
প্রয়োজনার ক্যামেলিয়া প্রোডাকশন। সহযোগিতায় স্বরূপ বিশ্বাস।অভিনয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে দেব, যিশু সেনগুপ্ত, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, রুক্মিনী, শুভশ্রী, কোয়েল, আবির, পরমব্রত-সহ প্রথম সারির টলিউড তারকারা। ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।