দেশ

এবার দেবতারূপে পূজিত হবেন নেতাজি, পুজোর দায়িত্বে থাকছেন দলিত মহিলারা।

এবার মন্দিরে পূজিত হবেন বীর বিপ্লবী নেতাজি সুভাষ চন্দ্র বসু। আজ ২৩ জানুয়ারি, নেতাজির ১২৩তম জন্মদিন। বেনারসে তাঁর নামের মন্দির উদ্বোধন হবে। আজান্দ হিন্দ মার্গে এই মন্দিরের উদ্বোধন করবেন আরএসএস-এর প্রচারক ইন্দ্রেশ কুমার। নেতাজির জন্মদিন উপলক্ষে ২৩শে জানুয়ারি মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই মন্দিরে মহন্ত হবেন একজন দলিত মহিলা। তিনিই রোজ সকালে ভারত মাতার আরতি করে মন্দির খুলবেন। আবার রাতে ভারত মাতার আরতি করে মন্দির বন্ধ করবেন ওই মহিলা।

১১ ফিট উঁচু এই মন্দিরে সুভাষ বসুর মূর্তি কালো গ্রানাইট পাথরে নির্মাণ করা হয়েছে। মন্দির সিঁড়ি, মূল ফটক ও প্রতিমায় বিশেষ রঙ ব্যবহার করা হয়েছে। সিঁড়ির রং অর্ধেক সাদা ও অর্ধেক লাল করা হয়েছে।

মানুষের মধ্য নেতাজি ও দেশের প্রতি শ্রদ্ধা-ভালবাসা বাড়ানোর উদ্দেশ্য নিয়েই এই মন্দির স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মন্দিরে নেতাজি সম্পর্কে অনেক জানা-অজানা তথ্য খোদাই করা থাকবে। মন্দিরে আসা দর্শনার্থীরা সেই ইতিহাস পড়ে দেখার সুযোগ পাবেন। তা ছাড়া এই মন্দিরে দুবেলা ভারত মাতার জয়গান গাওয়া হবে। ওটাই হবে মন্দিরের প্রধান লক্ষ্য। 

Loading

Leave a Reply