দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমার কোন লক্ষনই নেই। ক্রমশ আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। দেশ এবং রাজ্য প্রশাসন প্রাণপন চেষ্টা চালাচ্ছেন যাতে কোনভাবেই স্টেজ 3 তে না ঢুকতে পারে এই মারণ ভাইরাস। এইরকম সময়ে মুম্বইয়ের কালিমবার জামবালিপাড়া বস্তিতে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির করোনা ধরা পড়েছে। সেখানে প্রায় ৮০০ ঘর আর নামমাত্র কয়েকটা শৌচাগার রয়েছে। বিদেশ থেকে এসছেন ওই ব্যক্তি। বিমানবন্দরে তাঁর কোন লক্ষণ না থাকলেও পরে তাঁর করোনা ধরা পড়ে।
বর্তমানে কস্তুরবা হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।মুম্বইয়ের ধারাভি বস্তি হোক, চউলগুলোতে আট ফুট বাই দশ ফুটের ঘরে গাদাগাদি করে থাকেন ৮-১০জন মানুষ। দেড়শ দুশো বাড়ির জন্য হাতেগোনা কয়েকটি মাত্র শৌচাগার। এইরকম পরিস্থিতিতে সেখানে আদৌ সোশ্যাল ডবস্টান্স সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে? অন্যদিকে বস্তি এলাকায় করোনা ছড়িয়ে পড়ায় আতঙ্কগ্রস্ত হচ্ছে মুম্বাই। প্রথম থেকেই বলা হচ্ছিল বস্তি এলাকায় ছড়িয়ে পড়লে তা সামলানো প্রশাসনের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠবে। পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি হয়েছে। তারপরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।