ভিডিও

এবার মানুষকে শবক শেখাতে বাইকে স্টিকার লাগাচ্ছে পুলিশ

শ্যামলেন্দু গোস্বামীঃ- লকডাউন নিয়ে বহুবার মানুষকে সচেতন করা হলেও নির্বোধ মানুষগুলি অবশ্য বদলায় নি। তাই লকডাউন মানার জন্য অভিনব উদ্যগ নিল বীরভূম পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে মোটরবাইকের লাগিয়ে দেওয়া হচ্ছে বিশেষ স্টিকার। তারিখ লেখা এই স্টিকার দেখেই এবার মোটরবাইক শনাক্ত করার ব্যবস্থা করল জেলা পুলিশ।




বিভিন্ন অজুহাতে মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়ছে জেলার বিভিন্ন জায়গার বহুমানুষ।বারবার তাদের সচেতন করা হলেও কাজ না হয়নি। তাই এবার বিশেষ পন্থা নিল পুলিশ। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বোলপুর, সিউরি, দুবরাজপুর সহ একাধিক জায়গায় মোটরবাইকে লাগিয়ে দেওয়া হল বিশেষ স্টিকার। কে কবে মোটরবাইক নিয়ে রাস্তায় বের হচ্ছে তা পুলিশ ওই স্টিকারেই উল্লেখ করে দিচ্ছে।



পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহে কেউ দুবারের বেশি মোটরবাইক নিয়ে বের হতে পারবেন না। জেলার সমস্ত জায়গাতেই নাকা চেকিং চলছে। সেখানে প্রত্যেকটা মোটরবাইক দাঁড় করিয়ে দেখা হবে আগে কবে মোটরবাইকটি পথে নেমেছিল। কেউ আইন ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।



Loading

Leave a Reply