মহেন্দ্র সিং ধোনি, মিলখা সিং, আজাহারুদ্দিন, মেরিকমের বায়োপিক আগেই হয়েছে। ভারতের আরএক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জের বায়োপিক শীঘ্রই মুক্তি পাবে। এই ধরনের বায়োপিক নিয়ে তৈরি সিনেমা জনমানুষের ভালোই প্রভাব ফেলেছে। আর সেগুলি রমরমিয়ে মানুষের মন কেড়েছিল। এবার আসতে চলেছে আরো এক ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এর বায়োপিক। বাঙালির প্রিয় মহারাজ সৌরভ গাঙ্গুলীর বায়োপিক তৈরি করতে চলেছেন পদ্মশ্রী প্রাপ্ত পরিচালক করন জোহার।
সুতরাং বোঝাই যাচ্ছে এই বায়োপিক অন্যান্য বায়োপিকের থেকে বেশ কিছুটা অানকরা, মনকাড়া এবং মানুষের মনোগ্রাহী হয়ে উঠবে। অাগেই এই বায়োপিক বানানোর ছাড়পত্র দিয়েছেন সৌরভ গাঙ্গুলী নিজেই। তবে তাঁর ব্যক্তিগত ইচ্ছা তার চরিত্রে অভিনয় করুক হৃত্বিক রোশান। তবে এখনও মূল চরিত্রে কে অভিনয় করবে তা জানা যায়নি। কানাঘুঁষো শোনা যাচ্ছে হয়তো চরিত্রে অভিনয় করতে পারে হৃত্বিক। এখন দেখার মহারাজের চরিত্রে সমস্ত ভারতবাসীর সাথে বাঙ্গালিদের জন্য পরিচালক করণ জোহারের কাকে ঠিক করেন। অার সেই বায়োপিক কবেই বা সাধারন মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্যুটিং শেষ করে রিলিজ হয়!