মধ্যপ্রদেশের ভোপাল স্টেশনে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজের স্ল্যাব। জানা গেছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝের ওভারব্রিজ হঠৎই ভেঙে পড়ে, ওভারব্রিজের থেকে নিচের প্ল্যাটফর্মে পরে। সেই স্লেবের উপরে থাকা সমস্ত মানুষজন হুড়মুড়িয়ে নিচের প্ল্যাটফর্মে পরে। ৯ জনকে উদ্ধার করা হয় সেখান থেকে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের মতে শিশু মহিলা সহ বেশ কয়েকজন হেঁটে যাচ্ছিল ওভার ব্রিজের উপড় দিয়ে। সেইসময় হঠাৎ ওভারব্রিজের কিছু অংশ নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রেলওয়ে দফতরের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায়।৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তড়িঘড়ি। নির্মাণকারী সংস্থা উপড়ই দোশ দিচ্ছে রেল কর্তৃপক্ষ। স্ল্যাব কমজোরি হওয়ার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।