করণা আতঙ্কে মাস্ক, স্যানিটাইজার বিক্রির মাত্রা অধিক হারে বাড়ছে। আর এই বিকৃতে কালোবাজারি রুখতে এমআরপির থেকে বেশি দামে যাতে এগুলো বিক্রি না করা হয় তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দৃষ্টি আকর্ষণ করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। শুক্রবার মাক্স এবং স্যানিটাইজারকে অত্যাবশ্যক পণ্য হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। জুন মাসের শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানা গেছে। উল্লেখ্য, করোনা ভাইরাস ছড়াচ্ছে ভারতীয়দের মধ্যে।
তাই ভারতের প্রত্যেকটি মানুষের খেয়াল রাখার জন্যই মাক্স এবং স্যানিটাইজারকে অত্যাবশ্যক পণ্য হিসেবে ঘোষণা করল কেন্দ্র। এই ভাইরাস যা বেশির ভাগ ক্ষেত্রে ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে, নিশ্বাসের মধ্য দিয়ে, আর হাতে থাকা জীবানু খাবারের মধ্যে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে। সে কারণেই মুখে মাক্স ব্যাবহার অত্যাবশ্যক এবং খাবার খাওয়ার আগে অত্যাবশ্যক স্যানিটাইজার ব্যবহার করা। সেই কারণে মাক্স এবং স্যানিটাইজার বাজারে বিক্রির হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং একমাত্র সর্তকতা হিসেবে এগুলি ব্যবহার অপরিহার্য। সেজন্যই চাহিদা অনুসারে স্যানিটাইজার ও মাক্সের দাম এবং কালোবাজারি বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এমঅারপির চেয়ে বেশি দামে বিক্রি যাতে না করা হয়, তা নিশ্চিত করতেই কেন্দ্রের এবং রাজ্যের দৃষ্টি আকর্ষণ করছে ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি।