রাজ্য

এমআর বাঙ্গুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেই সুযোগে হাওয়া খেতে বেরিয়ে পড়লেন করোনা আক্রান্ত রোগী।

এমনিতেই করোনার ঠেলায় অস্থির অবস্থা রাজ্যের। রাজ্যের স্বাস্থ্য দপ্তর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। কেন্দ্রের প্রতিনিধিদল দুদিন আগেই রাজ্যে এসে পৌঁছেছে। তানিয় রাজ্যজুড়ে নাটক কম হয়নি। কেন্দ্রীয় প্রতিনিধি দল কোনরকম অনুমতি ছাড়াই রাজ্যে কেন এল এবং রাজ্যে এসে তারা ঠিক কি করতে চাই এই নিয়ে কেন্দ্র-রাজ্য যথেষ্ট চাপানউতোর চলেছে। এই পরিস্থিতিতে আজ কেন্দ্রের পর্যবেক্ষক দল এম আর বাঙ্গুর হাসপাতাল ভিজিটে যায়। কেন্দ্রীয় দল পর্যবেক্ষণে আসছে জানার পরে হাসপাতাল জুড়ে সাজো সাজো রব পড়ে যায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীের মধ্যে।হাসপাতাল সূত্র থেকে জানা গেছে এই সুযোগেই গুটিগুটি পায়ে হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে পড়েন করোনা আক্রান্ত রোগী। যদিও তাকে হাসপাতালের গেটে আটকে দেয় স্বাস্থ্যকর্মীরা।




হাসপাতালে ওই রোগীকে দেখতে পেয়ে চিৎকার শুরু হয়ে যায় পজেটিভ বলে।পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় যাচ্ছিলেন? পৌড় বলেন একটানা হাসপাতালের ভেতরে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই তিনি একটু হাওয়া খেতে বেরিয়েছেন। এরপরে পৌর কে নির্দিষ্ট ওয়াডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। জীবাণুমুক্ত করা হয় হাসপাতাল চত্বর।যদিও এই খবরের সত্যতা সরকারিভাবে স্বীকার করা হয়নি।



Loading

Leave a Reply