দেশ

এলআইসির পর এবার সেইলের শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

এলআইসির পর এবার বিলগ্নিকরণের তালিকায় ঢুকে পড়ল সেইল। স্টিল অথরিটি অব ইন্ডিয়ার ৫ শতাংশ শেয়ার এবার বিক্রির চিন্তাভাবনা করছে মোদি সরকার। তাদের মত, এই শেয়ার বিক্রির মাধ্যমে কোষাগারে এক হাজার কোটি টাকা আসতে পারে জানা গেছে। বর্তমানে সরকারের হাতে রয়েছে সেইলের ৭৫ শতাংশ শেয়ার। ২০১৪ সালের ডিসেম্বরের ৫ শতাংশ শেয়ার বিক্রি করেছিল কেন্দ্র। এখন কোষাগারে পুঁজি টানতে আরও ৫ শতাংশ শেয়ার বিক্রির চিন্তাভাবনা করছে তারা। শেয়ারের দাম বাড়াতে সিঙ্গাপুর ও হংকংয়ে রোড শো করারও পরিকল্পনা করেছিল ডিপার্টমেন্ট অব ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট এবং স্টিলমন্ত্রক। কিন্তু করোনা ভাইরাসের জন্য হংকংয়ে রোড শো করার পরিকল্পনা বাতিল করতে হয়েছে তাদের।

এক আধিকারিকের কথায়, অফারের মাধ্যমে ৫ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তার আগে এই রোড শো এর দাম যাচাই করে নিতে চাইছে কেন্দ্র। শুক্রবার মার্কেট বন্ধের সময় সেইলের এক ইউনিট শেয়ারের দাম ছিল ৪৮.৬৫ টাকা। এদিকে কেন্দ্রীয় বাজেট পেশের সময় এলআইসির শেয়ার বিক্রির কথা ঘোষণা করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। দেশের অন্যতম লাভজনক সংস্থা এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকার। এবার সেই শেয়ার বিক্রির সিদ্ধান্তেও সমালোচনা বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Loading

Leave a Reply