অবশেষে ‘সাত পাকে বাধা’ পড়ে গেল ঘাটালের নিতাই। সাইকেল চোর ঘাটালের চাউলসিংহপুরের বাসিন্দা নিতাই মণ্ডল। সেই কাকভোরে বেরিয়ে ৬ টি সাইকেল হাপিস করে দিয়েছিল। সাত নম্বর সাইকেলে হাত দিতেই পড়ল ধরা। তারপর আর দেখে কে। বেদম মার। বারবেলাতে লক্ষীলাভের বদলে জুটল রাম প্যাঁদানি। বেলিয়াঘাটার সন্নাসী মাখালের বাড়ির উঠানে রাখা ছিল সাইকেলটি। সেটি ধীরে ধীরে উঠোন থেকে নামাতেই বাধল গোল। সাইকেল থেকে ক্যাঁচ কোঁচ আওয়াজ। নিজেদের দু’চক্রী যানের আওয়াজ যে পরিবারের সকলের পরিচিত। আওয়াজ পেয়েই রে রে করে তেড়ে আসে সকলে। ব্যাস হাতেনাতে পাকড়াও চোর।
তাকে ধরে প্রথমে একপ্রস্থ মার। তারপর মন্দিরের আটচালায় বেঁধে চলল গণধোলাই। পরে নিতাইয়ের ঠাঁই হয়েছে শ্রীঘরে। পুলিশি জেরায় সে জানিয়েছে, এর আগে ৬০-৭০ টি সাইকেল সে হাপিস করেছে। ইধার কা মাল উধার করার জন্য রীতিমতো সাইকেল চুরির গ্যাং বানিয়ে ফেলেছে সে। তাই চুরির মাল নিমেষে হয়ে যায় হাতবদল। পুলিশি দাওয়াই পড়তেই গড়গড় করে সত্যি উগরে দিল চোর বাবাজি।