লোকসভা নির্বাচনের পর হারের দায় নিয়ে কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে ছিলেন রাহুল গান্ধী। অনেক টালবাহানা ও অনুরোধের পরেও রাহুল গান্ধী নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। দলের অন্দরে অনেকেই চাইছিলেন রাহুল সভাপতি পদে থাকুন। যদিও তাঁর ইস্তফা আটকানো যায়নি। তবে কিছুদিন যাবত ফের জল্পনা শুরু হয়েছিল যে, তিনি নাকি আবারও কংগ্রেস সভাপতির পদে দায়িত্ব নিতে চলেছেন। তবে পার্টি প্রধানের পদে তিনি যে আর ফিরবেন না, দলীয় নেতৃত্বের কাছে এ ব্যাপারে নিজের অবস্থানের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের ঘনিষ্ঠ মহলে এমনটাই দাবি করেছেন রাহুল। কংগ্রেস সূত্রে এমনই খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, স্থায়ী কংগ্রেস সভাপতি কে হবেন তা এপ্রিল মাসেই ঠিক হয়ে যাওয়ার কথা। দলের অন্দরে অনেকে প্রিয়াঙ্কা গান্ধীকেও পরবর্তী কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য সওয়াল করেছেন। তবে চূড়ান্তভাবে কে কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে চলেছেন তা নিয়ে অবশ্য এখনো ধোঁয়াশা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য, লোকসভা ভোটের পর রাহুল গান্ধী পদ থেকে ইস্তফা দেওয়ায় অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। কিন্তু তাঁর শরীরের অবস্থা মোটেই ভালো নয়। তাই পূর্ণ সময়ের কংগ্রেস সভাপতি নিয়োগ নিয়ে দলের অন্দরে দাবি উঠেছে। কিন্তু কে হবেন পরবর্তী কংগ্রেস সভাপতি তা নিয়ে জল্পনা চলছেই।