অভিনয়ে এখনও পর্যন্ত বিরাট কিছু ছাপ রাখতে না পারলেও মাঝেমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুরুটা হয়েছিল সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর। সুশান্ত মৃত্যু নিয়ে মহারাষ্ট্র সরকার ও শিব সেনার বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন কঙ্গনা। মুম্বাই পুলিশ ও মুম্বাই নগরী সম্পর্কে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। এর জেরেই শিবসেনার তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। কঙ্গনা মুম্বাই এলে তাকে শারীরিকভাবে হেনস্তা করারও হুঁশিয়ারি দেন শিবসেনার এক বিধায়ক। এর জেনে মোদি অনুরাগী এই বলিউড অভিনেত্রীর নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছিল হরিয়ানার বিজেপি মন্ত্রী। কারণ হিমাচল প্রদেশের বাসিন্দা কঙ্গনা। সেই অনুরোধ রেখে কঙ্গনা রানাওয়াত এর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত, এই বলিউড অভিনেত্রী ঘোষণা করেছিলেন ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরছি। কারও সাহস থাকলে আটকে দেখান। শিবসেনার রক্তচক্ষু উপেক্ষা করেই একথা ঘোষণা করেছিলেন কঙ্গনা। এনিয়ে শিবসেনা এমপি সঞ্জয় রাউত এর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। শিবসেনার এক বিধায়ক কঙ্গনার উদ্দেশে বলেছিলেন, মুম্বাইয়ে পা রাখলেই চপেটাঘাত দিয়ে স্বাগত জানানো হবে অভিনেত্রীকে। দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হতে পারে। যদিও সেই সংঘাতের আবহেই কঙ্গনা রানাওয়াতের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা মোতায়েন করল স্বরাষ্ট্রমন্ত্রক। এই নিরাপত্তা দেওয়ার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। একটি টুইট করে তিনি লিখেছেন, এই দেশে একজন দেশ ভক্তকে কারও পিষে মারার ক্ষমতা নেই। তা আবারও প্রমাণিত হল।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি কৃতজ্ঞ। যদিও এই নিরাপত্তা মোতায়েন ইস্যুতে সুর চড়িয়েছে শিবসেনা। শিবসেনা বিধায়ক বলেছেন, ভবিষ্যতে, মহারাষ্ট্র সরকার যদি দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে কিছু বলে তাহলে তাকেও নিরাপত্তা দেবে কেন্দ্র সরকার। যদিও করণা আবহের মধ্যেই কঙ্গনা ইস্যুতে সরগরম মুম্বাইয়ের রাজনীতি।