রাজ্য

কড়া নিরাপত্তা সত্ত্বেও ফাঁস হল মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষার প্রশ্নপত্র !

এটা যেন চলিত কথা বজ্র আঁটুনি ফস্কা গেরোর মতই। মধ্যশিক্ষা পর্ষদ বারেবারে ঘোষণা করেছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা হবে কিন্তু প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। দ্বিতীয় দিনের পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় হোয়াটসঅ্যাপ মারফত ছড়িয়ে পড়েছে দ্বিতীয়ভাষার প্রশ্নপত্র বলে অভিযোগ। (ছবি সংগৃহীত)

যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যজুড়ে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অবশ্য মধ্যশিক্ষা পর্ষদ কোনও প্রতিক্রিয়া দেয়নি। জেলাশাসক নিখিল নির্মল জানিয়েছেন হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যদি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে তা কিভাবে হল তা খতিয়ে দেখা হবে। (ছবি সংগৃহীত)

আমরা আসছি…….

Loading

Leave a Reply