রাজ্য

কব্জি থেকে বাদ যাওয়া দুটি হাত জুড়ে দিলেন চিকিৎসকরা, নজির এসএসকেএমএ

একেই বলে অসাধ্যসাধন করা। আর সেই অসাধ্য সাধন করে দেখালেন এসএসকেএম হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকরা। এই জন্যই হয়তো বলে ডাক্তাররা মানুষের কাছে ভগবানের মতোই। কব্জি থেকে দুটো হাতই বাদ চলে গিয়েছিল বেলঘড়িয়ার বাসিন্দা শঙ্কর সাহার। অস্ত্রোপচার করে ছাপাখানার ওই কর্মীর দুটি হাতি জুড়ে দিলেন চিকিৎসকরা। জোড়া লাগানো ওই হাত দুটোই সাড়া দিচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কি করে ঘটল এমন ঘটনা? অন্যান্য দিনের মতোই সোমবার রাতে বেলঘড়িয়ার সরস্বতী প্রেসে বই বাঁধাইয়ের কাজ করছিলেন বছর চল্লিশের শঙ্কর। সাড়ে তিনটে নাগাদ কাগজ কাটার মেশিনের ধারালো ব্লেডের নীচে হঠাৎ তার হাত দুটি পড়ে যায়। তখনই কব্জি থেকে দুটি হাত কেটে বাদ চলে যায়। সহকর্মীরা ছুটে এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

সেখানে হাত জোড়া লাগানোর ব্যবস্থা নেই। তাই সেখান থেকে তাকে পাঠানো হয় আরজিকর হাসপাতালে। প্লাস্টিক সার্জারি বিভাগ থাকলেও আপৎকালীন অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় সেখানকার চিকিৎসকরা ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেন। তারপর কেটে যাওয়া হাতের সংরক্ষণের ব্যবস্থা করে পাঠিয়ে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার সকালে জরুরি বিভাগে তার সহকর্মীরা নিয়ে যান শঙ্করকে। রক্তক্ষরণের ফলে ততক্ষণে অবশ্য তার অবস্থা আশঙ্কাজনক। দ্রুত ভর্তি করে নেওয়া হয় ইমারজেন্সি অবজারভেশন বিভাগে। কব্জি থেকে বাদ পড়া হাতের অংশ সংরক্ষণ করে দেওয়া হয়।

প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকদের কাছে তার সংরক্ষণ করে রাখা ছিল। এরপরই পাঁচ জন চিকিৎসকের একটি টিম গঠন করা হয়। তার পরেই শঙ্করের অস্ত্রপচার করে ওই হাত দুটি জোড়া লাগানো হয়। চিকিৎসকদের সাফল্যে উচ্ছসিত হাসপাতাল কর্তৃপক্ষও।

Loading

Leave a Reply