বর্ষাকালে বৃষ্টির জমা জলে মশার উৎপাত হয়।অার সে কারণে প্রত্যেককেই নাজেহাল হতে হচ্ছে। মশা থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন কয়েল এবং বিভিন্ন বিষাক্ত পদার্থ ব্যবহার করে থাকি। যে কারণে আমাদের শারীরিক ক্ষতি সাধিত হয়। শারীরিক ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একটি সহজ উপায় অাছে সেটি জেনে নিন। সাধারণভাবে জেনে রাখবেন একটি মশার কয়েল পুড়লে সেটি শরীরের মধ্যে ভীষণরকম ক্ষতি সাধিত করে।
এমনকি বিশেষজ্ঞরা বলছেন ১০০ টি সিগারেট খাওয়ার ফলে যে পরিমাণ শরীরে ক্ষতি হয় একটি মশার কয়েল জ্বালালে শরীরে ততটাই ক্ষতি সাধন হয়। ফুসফুসের জন্য এই কোয়েল অত্যন্ত ভয়ঙ্কর। এমনকি বেশি পরিমাণ কয়েল ব্যবহার করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে এটি অত্যন্ত ভয়ঙ্কর। এই বিষাক্ত জিনিস থেকে মুক্তি পেতে একটি সহজ ঘরোয়া উপায় অবলম্বন করুন। সাথে নিন রসুনের কোয়া, রসুন কোয়া দুটিকে ভালো করে থেঁতো করে নিন। তার সাথে নিন বাজার থেকে কেনা কপূর।
এরপর কপূর টিকে থেঁতো করে নিন। একটি ছোট্ট মাটির পাত্রে কর্পূর এবং রসুন একসাথে রেখে মিশ্রন বানান। তার ওপরে অল্প পরিমাণ গাওয়া ঘি দিয়ে, তারপরে সেটির মধ্যে আগুন জ্বালিয়ে দিন। দেখবেন বাড়ির সমস্ত মশা বাইরে চলে গেছে। এছাড়াও বাড়ির মধ্যে একটি সুন্দর গন্ধ অনুভব করছেন। এছাড়া এটিতে কোন বিষাক্ত জিনিস না থাকায় স্বাস্থ্যের পক্ষে কোনরকম ক্ষতি সাধন করবে না। তাই বিষাক্ত কয়েল থেকে মুক্ত হয়ে আশ্রয় নিন ভেষজ পদ্ধতিতে। আপনার এবং আপনার পরিবারের মানুষগুলিকে সুস্থ রাখুন।