জেলা

করোনা আক্রান্তের জমির ধান বিনা পারিশ্রমিকে কাটার ব্যবস্থা করল পুলিস

হলদিয়া ব্লকে এক করোনা আক্রান্ত কয়েকদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর জেরে আক্রান্তের পরিবারের সকল সদস্য হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে ওই পরিবারের জমির ধানও কাটার সময় হয়ে গিয়েছে। এই অবস্থায় ওই পরিবারের জমির বোরো ধান কেটে দেওয়ার ব্যবস্থা করল ভবানীপুর থানার পুলিস। কয়েকজন সিভিক ভলান্টিয়ারের উদ্যোগে চকদ্বীপা অঞ্চলের রাজনগর এলাকার ওই করোনা আক্রান্ত ব্যক্তির আড়াই বিঘা জমির ধান কাটা হয়।





পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজনগর এলাকায় কয়েকদিন আগে এক ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ে। তিনি পাঁশকুড়ার কোভিড হাসপাতাল থেকে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর পরিবার সহ ওই এলাকার আরও কয়েকটি পরিবারও হোম কোয়ারেন্টাইনে রয়েছে। প্রশাসেনের নির্দেশে রাজনগরের একটি অংশে জিওগ্রাফিক্যাল লকডাউন করে রাখা হয়েছে। ফলে ওই পরিবারগুলির কেউ বাড়ির বাইরে বের হতে পারছেন না। এদিকে, বৃষ্টিতে পাকা বোরো ধান নষ্ট হওয়ার আশঙ্কায় ওই ব্যক্তি পুলিসের কাছে তাঁরা জমির ধান কাটার ব্যবস্থা করার অনুরোধ করেন। এই পরিস্থিতিতে বুধ ও বৃহস্পতিবার দু’দিন ধরে কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও লকডাউনের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা নিজেরাই উদ্যোগ নিয়ে ধান কেটে দেন। বিনা পারিশ্রমিকে তাঁরা এই কাজ করেছেন বলে জানা গিয়েছে।



Loading

Leave a Reply