দেশ

করোনাকে বিপর্যয় হিসেবে ঘোষণা কেন্দ্রের, মৃতদের ৪ লক্ষ্য টাকা অার্থিক সাহায্য

করোনাকে নোটিফাইড ডিজাস্টার বলে ঘোষণা করল কেন্দ্র। ভারতের করোনা বিপর্যয়ের কারণে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে যে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। ভারতে করোনায় ৮৩ জন আক্রান্ত হয়েছেন। দিনদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ৮৩ জনের মধ্যে ১৭জন বিদেশি। তার মধ্যে ১৬ জন ইতালিয়ান এবং একজন কানাডিয়ান।

দিল্লি এবং হরিয়ানার সরকার করোনাকে মহামারির আকারে চিহ্নিত করেছে। সেই কারণে ওই সমস্ত রাজ্যে স্কুল, কলেজ থেকে শুরু করে জিম, সুইমিংপুল, পার্ক এবং যে সমস্ত জায়গাগুলিতে জনসংখ্যা বেশি সেই সমস্ত জায়গা গুলিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার খবর না মিললেও, করোনা সংক্রমণ রুখতে তৎপর রয়েছে রাজ্য সরকার। সেই কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সচেতনতা মূলক ব্যবস্থা হিসেবে সোমবার থেকে সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছেন। এমনকী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্বর্তীকালীন পরীক্ষা স্থগিত করে দেওয়া হেয়েছে।

Loading

Leave a Reply