করোনাভাইরাস নিয়ে সারা দেশ জুড়ে সর্বোপরি বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন ও অযথা আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। কিন্তু করোনার সাথে এবার সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক তৈরি হল। ইতিমধ্যেই সোয়াইন ফ্লু–তে আক্রান্ত তিনজন রোগী মুকুন্দপুরের আমরি হাসপাতালে ভর্তি রয়েছে। যার মধ্যে রয়েছেন ২৭ বছরের এক নার্স।
মণিপুরের মৈরাংয়ের বাসিন্দা ফিজাম এল চানু। ১০ মার্চ থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। বাকি দু’জন ভর্তি আছে শিশু বিভাগে। ১০ মার্চ থেকে ভর্তি রয়েছে হুগলির নবগ্রামের বাসিন্দা ১০ বছরের নিমিশা চক্রবর্তী ও ওড়িশার বালাসোরের ২৩ মাসের শিশু পুত্র দিব্যাংশু পাণ্ডা। ৫ মার্চ থেকে দিব্যাংশু ভর্তি আছে হাসপাতালে। এছাড়া গত এক সপ্তাহে কলকাতায় আমরির বিভিন্ন শাখায় আরও অন্তত দশজনের রক্ত পরীক্ষায় সোয়াইন ফ্লু–র জীবাণু ধরা পড়েছে বলে খবর।