বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে। চীন থেকে প্রথম এই ভাইরাস সংক্রমণ শুরু হলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে। আর তার প্রভাব এসে পড়েছে বিশ্বজুড়ে খেলার মাঠেও। সংক্রমণ এড়াতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারিশূন্য অবস্থায় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করার পরই ভারতের বিভিন্ন খেলার মাঠেও এর প্রভাব পড়েছে। এর জেরে ঘোর সঙ্কটে পড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল। আদৌ আইপিএল হবে, নাকি গ্যালারিতে দর্শক শূন্য অবস্থায় ম্যাচ হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রয়োজনীয় নির্দেশ মেনে চলার জন্য বিসিসিআইকে আবেদন করেছে। তাই এক পক্ষকাল পর শুরু হতে চলা আইপিএলের ভবিষ্যৎ নিয়ে কাল শনিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক বসতে চলেছে।
ওই বৈঠকে উপস্থিত থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। আইপিএল আয়োজন নিয়ে বেশ কিছু বিধি নিষেধের কথা মাথায় রাখতে হবে বিসিসিআইকে। একদিকে যেমন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিষেধাজ্ঞা রয়েছে। তেমনই ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসার আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেক্ষেত্রে বিদেশের তারকারা আসতে পারবেন না। ফলে আইপিএলের জনপ্রিয়তায় ভাটা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এত জনপ্রিয় লিগের ম্যাচ দর্শকশূন্য গ্যালারিতে করলে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়বে ফ্র্যাঞ্চাইচি থেকে আয়োজকরা। সমস্ত কিছুই নির্ভর করছে কালকের মিটিংয়ের সিদ্ধান্তের উপর। এছাড়া ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিরিজের বাকি দুটি ম্যাচ দর্শক শূন্য গ্যালারিতে করা হতে পারে বলে জানা গিয়েছে।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে