রাজ্য

করোনার জেরে ঘুম উড়েছে রাজ্যের দুধ ব্যবসায়ীদের।

করোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে পড়েছে বাজার হাট, বন্ধ মিষ্টির দোকানগুলিও। আর এর জেরে চরম সমস্যার মুখে পড়েছেন বাঁকুড়ার বাগাতাপাল গ্রামের শতাধিক দুধ ব্যবসায়ী। প্রতিদিন বাগাতাপাল গ্রাম থেকে প্রায় পনেরো থেকে কুড়ি কুইন্টাল দুধের ছানা তৈরি করে জেলা সহ আশপাশের জেলাগুলিতে মিষ্টি তৈরির জন্য, সেই ছানা নিয়ে পাড়ি দিত এই গ্রামের বেশিরভাগ পরিবারই।

বর্তমান সময়ে এই বাজার বন্ধের ফলে চরম সমস্যার মুখে গ্রামের মানুষজন। তাদের একমাত্র প্রধান জীবিকা এই দুধ ব্যবসা। যা তাদের রুজি-রুটির একমাত্র উপায়। প্রতিদিন এই গ্রাম থেকে দুধ থেকে উৎপন্ন ছানা প্রায় ১৫ থেকে ২০ কুইন্টাল, যা পুরোটাই তাদের স্থানীয় পুকুরে ফেলে দিতে হচ্ছে। যার ফলে সংসার চালানো তো দূরের কথা, যা থেকে এতদিন তাদের সংসার চলত সেই গবাদিপশুর মুখে খাবারটুকু তুলে দেওয়ার সামর্থ্য তাঁরা হারিয়ে ফেলছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের একটাই আবেদন, কেন্দ্র বা রাজ্য সরকার তাদের উপর একটু দৃষ্টি দেখ। লকডাউনের সামনের বাকি কটা দিন তারা কিভাবে পার করবে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাগাতপল গ্রামের পরিবার গুলির।
শুধুমাত্র বাঁকুড়ায় নয় রাজ্যের প্রতিটি জেলার দুধ ব্যবসায়ীদের একই অবস্থা। আতঙ্কে ও চিন্তায় ঘুম উড়েছে তাদের।

Loading

Leave a Reply