এবার করোনা ভাইরাসের প্রভাব পড়ল বেলুড়মঠেও। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বেলুড়মঠে প্রসাদ বিতরণ এবং মন্দিরের ভিতরে দর্শন করতে গিয়ে জমায়েত হওয়া বন্ধ করার নির্দেশ দিল বেলুড়মঠ কর্তৃপক্ষ। এমনকী মন্দিরে বসে সন্ধা অারতিও দেখতে পাবেন না দর্শকরা। জানা গেছে বিদেশ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জমায়েত হন বেলুড় মঠে রামকৃষ্ণদেবকে দর্শনের জন্য। সেখানে এসে দর্শনার্থীরা ভিড় জমান। বিশেষ করে সন্ধ্যা আরতি এবং ভোগ প্রসাদ গ্রহণের জন্য প্রচুর মানুষ জমায়েত হন। নিত্যদিন কয়েকশো মানুষজন এই মন্দির কক্ষে সন্ধ্যা অারতি দেখার জন্য এবং ভোগ প্রসাদ গ্রহণ করেন। আর সে কারণেই এই জমায়েত বন্ধ করার জন্য বেলুড়মঠে এই নির্দেশ দিয়েছে মঠ কর্তৃপক্ষ। (Image Source: Google)
এমনকী প্রেসিডেন্ট মহারাজের দর্শনও বন্ধ থাকবে। কেবলমাত্র বেলুড়মঠে নয়। আজ থেকে বেলুড় মঠের সমস্ত সংস্থা যেমন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন এবং জয়রামবাটি মাতৃমন্দির সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা সমস্ত মঠেই এই একই নির্দেশ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের এসে কেবলমাত্র ঠাকুর দর্শন করে ফিরে যেতে হবে। তবে সন্ধ্যারতি চলাকালীন কোনও দর্শনার্থী এলে বাইরে টিভি স্ক্রিনে তা দেখতে পাবেন।
মন্দিরের প্রেক্ষাগৃহে ঢোকার ছাড়পত্র মিলবে না। তবে মন্দির দর্শনের ক্ষেত্রে বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা রইল। এমনকী গেস্টহাউসগুলিতে যে সমস্ত দর্শনার্থী রয়েছেন সেই সমস্ত দর্শনার্থীদের আজকের পর বাড়ির পথে রওনা দিতে হবে। ভারতের সমস্ত মঠেই এই নির্দেশ জারি করল কর্তৃপক্ষ। সংক্রমণ এড়াতে প্রশাসনকে সহযোগিতা করে এই সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত দর্শনার্থীদের ভিড় এড়িয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে আপাতত নির্দেশ দেওয়া হয়েছে ১৪ এপ্রিলের পর থেকে জমায়েত হতে পারবেন দর্শনার্থীরা। (Image Source: Google)
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে