করোনা ভাইরাস নিয়ে দেশজুড়ে আতঙ্ক প্রভাব ফেলছে সব ক্ষেত্রেই। ভাইরাস সংক্রমণের আতঙ্কে এবার বিশ্বভারতী ও খড়গপুর আইআইটির সমস্ত ক্লাস ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা জারি করল সংশ্লিষ্ট দুই কর্তৃপক্ষ। খড়্গপুর আইআইটি চত্বরে প্রবেশ করার ক্ষেত্রে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্বভারতীর হোস্টেল ফাঁকা করে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। এর জেরে বিশ্বভারতীর মাধ্যমিক পরীক্ষার ওপর স্থগিতাদেশ জারি হয়েছে। পরীক্ষার পরবর্তী সিডিউল ৩১শে মার্চের বৈঠকের পর জানানো হবে। এছাড়া বিশ্বভারতী চত্বরে কোনরকম কনফারেন্স, ওয়ার্কশপ ও আলোচনা চক্র ওই তারিখ পর্যন্ত করা যাবে না বলে জানানো হয়েছে। শুক্রবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
ওই বৈঠকের পরেই এই সমস্ত একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এমনকী বিশ্বভারতীর হস্টেলের সমস্ত ঘর ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বভারতী চত্বরে কোনওভাবেই কোনওরকম জমায়েত করা যাবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।