দেশে করো না বিপর্যয় চললেও শাহবাগের আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। প্রশাসন থেকে বহুবার অনুরোধ করার পরেও আন্দোলনকারীরা রাস্তায় বসেই তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এমনকি শরবত লকডাউন ঘোষণা হওয়ার পরেও তারা কর্মসূচিতে অনড় ছিলেন। এনআরসি ও সিএএর বিরোধিতায় ১০১দিন ধরে চলা আন্দোলন আপাতত উঠে গেল। প্রশাসনের তরফে আন্দোলনকারীদের তুলে দেওয়া হয়েছে। প্রথমে তাদের অনুরোধ করা হলেও অনেকেই তা মানতে রাজি ছিলেন না। প্রশাসনকে সহযোগিতা না করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর।
যদিও শেষমেষ আন্দোলনকারীদের সকলকেই তুলে দেওয়া হয়েছে। তাঁরা যে যার বাড়ি ফিরে গিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত যেভাবে দেশে করণায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে তাতে কোনও ভাবেই শাহিনবাগে এত মানুষ জমায়েত করে থাকা বিপজ্জনক। এ নিয়ে বারবার আন্দোলনকারীদের বার্তা দিচ্ছিল প্রশাসন। অবশেষে এদিন তাদের তুলে দেওয়া হয়েছে। তাই নাগরিকত্ব ইস্যুতে টানা ১০১ দিন পর এই আন্দোলন উঠল দিল্লিতে।