ফের করোনাভাইরাস নিয়ে নয়া তত্ত্ব খাড়া করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তোমার নয়া তত্ত্ব ‘ভাইরাসটা সাইজে বড়, বাড়িতেই কাপড় দিয়ে তৈরি করুন মাস্ক’। উল্লেখ্য, কয়েকদিন আগে, প্রসাদ খেয়ে নাকি করোনা ভালো হয়ে যায় বলে দাবি করে বিতর্কের শিরোনামে উঠে আসেন দিলীপ। কাপড় দিয়ে মাস্ক তৈরি করে করোনা আটকানো সম্ভব নয়, অনেক আগেই একথা জানিয়ে দিয়েছে চিকিৎসক মহল।
কিন্তু চিকিৎসক মহলের সব দাবি নস্যাৎ করে নতুন তত্ত্ব আওড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এহেন ফের হাস্যকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। দেশজুড়ে করোনা আতঙ্ক। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষের একের পর এক এই ধরনের মন্তব্যের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ।