দেশ

করোনার প্রতিষেধক আবিষ্কারের খুব কাছে বাঙালি বিজ্ঞানী

চীনের হুয়ান প্রদেশ থেকে বর্তমানে সারা বিশ্বের ১২৪টি দেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা। যার প্রভাব পড়েছে ভারতবর্ষেও। এদেশে ক্রমশ বাড়তে বাড়তে আক্রান্তের সংখ্যা ১০০ ছাপিয়ে গিয়েছে। কিন্তু এই মারণ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনও। ভাইরাসটির চরিত্র নিয়মিত বদল হওয়ার জেরেই গবেষকরা সমস্যায় পড়েছেন। তবে বিশ্বজোড়া আতঙ্কের মধ্যেই করোনার প্রতিষেধক নিয়ে আশা জাগাচ্ছেন এক বাঙালি গবেষক। জানা গিয়েছে, কানাডার একটি গবেষকদের দলে রয়েছেন বাঙালি গবেষক ডঃ অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। টরোন্টোর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সংক্রামিত রোগ বিভাগের গবেষক এই ভারতীয় নাগরিক অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়। (Image Source:Google)

সাধারণ এই বিভাগ সংক্রামিত রোগ, করোনা ভাইরাসের মতো মহামারি আর বাদুড় থেকে সংক্রামিত রোগ নিয়ে গবেষণা করে। এই গবেষক দল কোভিড-১৯-এর চরিত্র অনুধাবন করতে সক্ষম হয়েছে। তাই বিশ্ববাসীর চিন্তা কমাতে খুব শীঘ্রই করোনাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন বলে মনে করছেন গবেষকরা। দ্রুত এর প্রতিষেধক তৈরি করা যাবে। দুজন রোগীর লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করে করোনাকে ঘায়েল করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন এই গবেষকরা। অরিঞ্জয়বাবু সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই সংকটের মুহূর্তে মানবজীবন রক্ষায় অবদান রাখার চেষ্টায় রয়েছি। মহামারি প্রতিরোধে উদ্যোগ নিতে পেরে গর্ভ অনুভব করছি। (Image Source:Google)

Loading

Leave a Reply