করোনা আতঙ্কে সারা বিশ্ব থরহরি কম্পমান। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে লক্ষ লক্ষ আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে চলছে মৃত্যুর মিছিল। এই পরিস্থিতিতে হান্টা ভাইরাসের বলি ১।চীনের হুয়ানপ্রদেশে হান্টা ভাইরাসের হানায়একজনের মৃত্যু ঘটল আজ চিকিৎসকরা বলছেন হান্টার উপসর্গ অনেকটা করোনার মতোই। উল্লেখ্য করোনার উৎপত্তিস্থল চীনে।
চীনে প্রথম এই ভাইরাসের যখন হানা হয় তখন তারা নিজেদের মধ্যে চেপে রেখেছিল। বিশ্বকে জানতেই দেয়নি। পরবর্তী সময়ে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সারা বিশ্ব এই ভয়ঙ্কর ভাইরাস সম্পর্কে জানতে পারে। যা অনেকটাই দেরি হয়ে যায় বলে চিকিৎসকরা মনে করছেন। এবার অন্তত সেই ভূমিকা পালন করেনি চীন।শুরুতেই জানা গেছে একই উপসর্গ বিশিষ্ট নতুন ভাইরাস হানা দিয়েছে চীনে। এবং তাতে আজ একজনের মৃত্যু হয়েছে।
এই ভাইরাস সম্পর্কে এখনো বিশেষজ্ঞদের সেভাবে কোন মতামত পাওয়া যায়নি। তবে নতুন ভাইরাসের আক্রমণে আবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে চীনে