বিশ্ব

করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীর স্ত্রী, আইসোলেশনে প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোলি উৎসবে যোগ না দেওয়ার বার্তা ছড়ানোর পরেই বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু এবার করোনার হাত থেকে নিস্তার মিলল না বিশিষ্টজনদেরও। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। বুধবার ব্রিটেনে গিয়েছিলেন সোফি। ওইদিন লন্ডনে একটি কর্মসূচিতেও যোগ দেন তিনি। বৃহস্পতিবার কানাডায় ফিরে এসে তিনি সর্দি জ্বরে আক্রান্ত হন। তার সাথে শুরু হয় শ্বাসকষ্টও। এরপরই চিকিৎসা এবং বিভিন্ন রিপোর্টে ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কানাডার প্রধানমন্ত্রী টুইট করে এমনটাই জানান। সোফি আক্রান্ত হওয়ার কারণে নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হচ্ছে তাঁর। স্ত্রীর অাক্রান্ত হওয়া এবং নিজের অাক্রন্ত হওয়ার অাশঙ্কায় কানাডার প্রধানমন্ত্রী নিজেও আইসোলেশনেই আছেন। দু’সপ্তাহ তাঁকে আইসোলেশনেই থাকতে হবে বলে জানা গেছে। সোফি নিজে জানান, শারীরিক সমস্যা হচ্ছিল। পরীক্ষায় ধরা পড়ে অামার covid-১৯ পজেটিভ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। উল্লেখ্য চীন থেকে যে সংক্রমণেরর শুরু হয়েছিল তা এখন সমস্ত বিশ্বের ত্রাস হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বিশিষ্টজনদেরও ছাড় দিচ্ছে না। এই করোনার কারণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে। এমনকী শেয়ার মার্কেটেও পতন দেখা দিয়েছে। সমগ্র বিশ্বের অর্থনৈতিক অবস্থা হিমশিম খাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু করোনাকে মহামারির আখ্যা দিয়েছে। তৎকালীন সময়ে দাঁড়িয়ে এইভাবে জীবন বিপন্ন করা মহামারি হতে পারে তা হয়তো অনেকেই ভুলে গিয়েছিল। বৈজ্ঞানিক শাস্ত্রেও করোনার মুক্তির টিকি পাওয়া যাচ্ছে না। কেবল চীন নয়, সমস্ত বিশ্বই এখন করোনার ভয়ে ভীতসন্ত্রস্ত।

Loading

Leave a Reply