বিশ্ব

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ২৪ ঘন্টায় করোনার বেশ কিছু উপসর্গ দেখা দেয় প্রধানমন্ত্রীর শরীরে। এরপর তাঁর রক্তের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। তাতে দেখা গেছে রিপোর্টে এসেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা পজিটিভ। এই বিষয়ে তিনি এদিন টুইট করে জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, রিপোর্ট পজিটিভ এসেছে। তাই বাইরে বের হচ্ছি না।

চিকিৎসার মধ্যেই নিজেকে ঘরে আবদ্ধ রেখেছি। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের দায়িত্ব পালন করছি। নিজেকে স্বেচ্ছায় আইসোলেশনে রেখেছি। এর আগে ঘটনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী। এবার করোনার থাবায় ব্রিটিশ প্রধানমন্ত্রীও। জানা গেছে গোটা ইউরোপ জুড়ে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষের। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে স্বস্তি নেই ভারতেও। এদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Loading

Leave a Reply