দেশজুড়ে কোনওভাবেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। দেশজুড়ে মৃতের সংখ্যাও আটশো ছাপিয়ে গিয়েছে। তারমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে গুজরাতের বর্ষীয়ান কংগ্রেস নেতা বদরুদ্দিন শেখের মৃত্যু হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। রবিবার গুজরাতের আমেদাবাদের এসভিপি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, ওই কংগ্রেস নেতা আমেদাবাদে দুঃস্থ মানুষদের ত্রাণ বিলি করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে দলীয় সূত্রে খবর।
সোমবার তাঁর মৃত্যুর খবর ট্যুইট করে জানিয়েছেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা শক্তিসিং গোহিল। তিনি ট্যুইটে শোকপ্রকাশ করেছেন। এদিকে ঘটনা ঘিরে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ওই এলাকায় প্রশাসন আরও তৎপরতা বাড়িয়েছে। এদিকে ভারতের মধ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত ওই রাজ্যে ৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১৫১ জনের।