বিশ্ব

করোনায় একদিনে রেকর্ড সংখ্যক ৬৪১ আক্রান্ত

ঋদি হক, ঢাকা:-বাংলাদেশে উদ্বেগজনক হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। একদিনে রেকর্ড সংখ্যক ৬৪১ জন আক্রান্ত হয়েছে। মোট সংখ্যা ৭১০৩জন। এদিনে মারা গেছেন ৮জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১৬৩জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ২.৩%। বুধবার মৃত ৮জনের ৬জনই ঢাকার বাসিন্দা। বাকী দু’জন অন্যজেলার। পরীক্ষার আওতা বাড়ার সঙ্গে আক্রান্তর সংখ্যাও বেড়ে চলেছে। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সি জানান, পরীক্ষা আওতা আরও বাড়ানো উচিত। তাতে করে অন্তত নতুন আক্রান্ত চিহ্নিত করা সম্ভব হবে। যেহেতু এটার সামাজিক সংক্রম হয়ে গেছে, সেহেতু পরীক্ষার আওতা বাড়ানো হলে শনাক্তও বাড়বে। এটাই মঙ্গল। এখনতো কে এই ভাইরাস বহন করছেন আর কার নেই, সে কথা বলা যাচ্ছে না। তাই বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশের জন্য শনাক্ত হওয়াটাই জরুরি। এদিকে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৪ হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি।




নতুন ১১জনসহ সুস্থ হয়ে ওঠেঠেন ১৫০ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য এখানে নেই। অবশ্য আক্রান্তর প্রায় ৭৯ শতাংশ ব্যক্তি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। অপর দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের সময়সীমা ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিমানের এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে এ সময় বিমানের বাণিজ্যিক চার্টার্ড ফ্লাইট চলবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, আগামী ৭ মে পর্যন্ত চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। একই সময় পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটও বন্ধ থাকবে।


Loading

Leave a Reply