হু হু করে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। ৩০০০ছুঁয়েছে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা। গতকাল আক্রান্ত সর্বাধিক। প্রায় ৫০০ ছুঁইছুঁই। ২১ দিনে লকডাউনে সব থেকে বেশি যেটা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা তাহলো পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের ক্ষেত্রে যে পরিমাণ পরীক্ষা হচ্ছে তা ভারতের জনঘনত্ব অনুযায়ী যথেষ্ট নয়। ভারতের মধ্যে সর্বপ্রথম কোন আক্রান্ত ধরা পড়েছিল কেরলে। একটা সময় হুহু করে বাড়ছিল কেরলে আক্রান্তের সংখ্যা। সেই সময় ভারতের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যাও ছিল কেরলে।যদিও পরবর্তী সময়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লি কেরলকে ছাড়িয়ে গেছে।
তারপরও কেরলে আক্রান্তের সংখ্যা নেহাতই কম নয়। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে কেরলে আক্রান্তের সংখ্যা 295। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 42 জন। এখানে প্রথম যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তা সবাইকে চমকে দিয়েছে। তাঁদের বয়ষ শুনলে চমকে উঠতে হয়, একজন ৯৩ এবং অন্যজন ৮৮! দুজন স্বামী স্ত্রী। নাম থমাস এবং থ্রিসাম্মা। কেরলের কোট্টায়াম মেডিক্যাল কলেজ থেকে তাঁদের সুস্থ করে বাড়ি ফেরানো হয়। যেখানে চিকিৎসকরা বারবার বলছেন করোনাই আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক বেশি বয়স্কদের ক্ষেত্রে। সেখানে এই দুজনের সুস্থ হয়ে ওঠা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।