করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশবাসীকে লড়াইয়ের শক্তি জোগাতে ভারতবর্ষের বিভিন্ন সেলিব্রিটিরা তহবিলে অনুদান দিচ্ছেন। ক্রিকেটার থেকে ফুটবলার চলচ্চিত্র শিল্পীরা হলেই সাহায্যে এগিয়ে এসেছেন। এবার মারণ ভাইরাস করোনার জেরে বিপর্যস্ত ভারতবর্ষের মানুষের সাহায্যে এগিয়ে এলেন বিরুষ্কা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা যৌথভাবে প্রধানমন্ত্রী অর্থ সাহায্য করেছেন।
এই সেলিব্রিটি দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে জানিয়েছেন, এই ভাইরাসের কারণে দেশবাসী যে গভীর সমস্যায় পড়েছেন, তা দেখে তাঁদের হৃদয় ভেঙে যাচ্ছে। এছাড়া মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় নানান সচেতনতামূলক পোস্ট করছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
বিরাট অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, আমি ও অনুষ্কা প্রধানমন্ত্রীর পিএম কেয়ার্স এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিল আর্থিক অনুদান দিয়েছি। সহ নাগরিকদের কষ্ট দেখে আমাদের হৃদয় কাঁদছে। আশা করি আমাদের এই সামান্য সহযোগিতা মানুষের কিঞ্চিত কষ্ট লাঘব করবে। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুজনে মিলে তিন কোটি টাকা তহবিলে অনুদান দিয়েছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিরাট লিখেছেন, জাতীয় সঙ্কটে দেশের পাশে দাঁড়ান। দেশের আপনাকে প্রয়োজন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাধ্যমতে অর্থ সাহায্য করুন। আমাদের ছোট সাহায্য দেশকে বাঁচাতে পারে।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে